Susunia

Shiulibona Weekend Stay(Susunia Hill, Bankura)

Shiulibona is a diminutive village situated in close proximity to Susunia Hill in Bankura. A stay at this resort promises to be an unparalleled experience, as it is enveloped by a verdant jungle. Guests can partake in a leisurely stroll through the lush green forest or embark on a brief trek to the hilltop. The opportunity to explore the primitive inscriptions etched onto the rocks is also available. Trekking through the jungles and hills will lead one to the foothills of Susunia, where uphill climbs will provide a glimpse into Bengal's oldest indecipherable inscriptions, which are steeped in the history of Raja Chandra Varman of the 4th century dynasty. Following his defeat by Samudragupta, the area became a part of the Gupta Empire. Susunia Hill is renowned for its archaeological and fossil sites. Shiulibona jungle resort has emerged as a premier weekend destination from Kolkata.

from 2500.00 /night

Gaddigaon

Gaddigaon (Aritar) Basera Retreat

The Bassera Retreat is situated in GaddiGaon (Aritar), a location in East Sikkim, India, renowned for its natural and well-maintained beauty, and is a part of the Rongli Sub-Division. It is located on the periphery of the Himalayas and is approximately a four-and-a-half-hour journey from NJP. The region is geographically isolated from the rest of the state, situated on Sikkim's extreme eastern border and bordered by Mt. Kanchenjunga. It is characterized by verdant forests, towering mountains, and meandering rivers. Aritar is situated about 63 kilometers from Gangtok and takes approximately 3 hours to reach. The Lampokari Lake in Aritar is surrounded by lush vegetation. Recently, an artificial embankment was constructed around this water body to promote boating, which is a first in Sikkim. Mankhim Dara, where a temple dedicated to the ethnic Rai group is located, can be reached after a short journey. In the month of March/April, Aritar hosts the Lampokhari Tourism Festival, which offers activities such as boating on Lampokhari Lake, horseback riding around the lake, a traditional archery tournament, and short hikes to adjacent hilltops and viewpoints.

আরিতার লেক থেকে মেরেকেটে ১০ মিনিটের হাঁটা,প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে মনভোলানো পাগল করা এক গ্রামের পথ বেয়ে গাড্ডিগাঁও. এখানে প্রতি বছর বসে লামপোখরি টুরিজম ফেস্টিভ্যাল. ফেস্টিভ্যালের জন্য নির্দিষ্ট ময়দান এর ঠিক সামনেই আছে ছবির মতো সুন্দর বাড়ি আর কটেজ নিয়ে দি বসেরা রিট্রিট. সামনে ফুলে ফুলে ভরে থাকা বাগান, খড়ের ছাউনি দেয়া বসার জায়গা আর ঘর থেকে মুখ বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে পাগল করা সৌন্দর্য. ইচ্ছে হলেই পায়ে পায়ে চলে যেতে পারেন আরিতার বা লামপোখরি লেক এর ধারে. আরিতার লেকের সুন্দর বাঁধানো পাড় .দিয়ে ঘুরে নিন লেকের চারিপাশে, আবার লেকের পাশ থেকে সিঁড়ি বেয়ে উঠে পড়া যায় মানখিম ভিউ পয়েন্ট এ, অবর্ণনীয় সৌন্দর্যের স্বাক্ষী হবেন কথা দিলাম. অন্তত উপভোগ করা যেতেই পারে পান্না সবুজ জলের লেকে বোটিং এর অভিজ্ঞতা

 

from 1200.00 /night

Munsong

Munsong Basera Farm Stay (Kalimpong)

Mansang, also referred to as Mansong or Munsong, is a diminutive hamlet situated approximately 20 kilometers from the Kalimpong district in the state of West Bengal. The settlement, located at an altitude of 5000 feet, serves as the headquarters of the Munsong cinchona plantation and boasts of an alluring landscape. The Kanchenjunga range and the Sikkim highlands are visible from the settlement, while the Teesta River can be observed from the Munsong Basera Farm Stay.

from 1200.00 /night

Zuluk

Zuluk Basera Retreat( East Sikkim )

The sudden surge in the number of visitors expressing interest in traveling to Zuluk has been observed. Zuluk is a quaint town that offers a breathtaking view of the majestic Old Silk Route and the exhilarating Kanchenjunga. It is located in close proximity to the China border, and it is imperative that visitors obtain all the necessary permits before embarking on their journey. This off-the-beaten-path location in Sikkim serves as a sanctuary for individuals seeking respite from the hustle and bustle of city life. This lesser-known town in East Sikkim boasts a plethora of attractions for its visitors. To experience the grandeur of this renowned tourist destination, it is recommended to book a stay at Basera Retreat Zuluk homestay and commence your journey.

প্রায় দশ হাজার ফুট উচ্চতায় মেঘেদের আস্তানা এই জুলুক......আসলে আজকে জুলুকের বিষদ বিবরণ নিতান্তই নিষ্প্রয়োজন ......সিল্করুট আর জুলুক দুটো নাম যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গ্যাছে......এখনো অধিকাংশ পর্যটকের কাছে পুরো সিল্করুট তাই জুলুক নামে পরিচিত ........কনকনে ঠান্ডা ........অতলস্পর্শী খাদের কিনারে ঝুলে থাকা রাস্তা .......তুষারপাত .......আর যখন সূর্যের আলোয় উপরের পাহাড়ের বরফ ঢাকা অংশ গুলো রুপোর বর্ণ ধারণ করে তখন সেই রূপ থেকে চোখ ফেরাবে এরকম নিরস মানুষ  পৃথিবীতে বিরল .....যখন খাদের নিচ থেকে উঠে আসতে থাকে মেঘের ভেলা মনে হয় পায়ের তলায় মেঘের সমুদ্র .......আছড়ে পড়বে এখুনি .......ভিজিয়ে দিয়ে যাবে পায়ের আঙ্গুল ........কতটুকুই বা চেনা যায় জুলুক কে এই সামান্য কাটা দিনের সফরে ....কিন্তু উপায় নেই সময় যে বড় অল্প দেখে নিতে হবে সব কিছু তাই একরাত্রি বা দুরাত্রি তে সীমাবদ্ধ থেকে যায় এই অধুরি প্রেম কাহানি .......   .......কিন্তু জুলুকে  বড় সমস্যা হলো থাকার জায়গা ......গোটা  গ্রাম টাই তো আসলে মিলিটারি অধ্যুষিত ........যারা থাকেন তাদের বেশিরভভাগ মানুষকেই নিয়ে আসা হয়েছিল মিলিটারিদের কাজের স্বার্থে ......এবং সেই সব মানুষ ই বসবাস করেন বনদপ্তরের জমিতে অস্থায়ী আস্তানা গড়ে .....আজ্ঞে হ্যাঁ ঠিকই ধরেছেন খুব স্বাভাবিক ভাবেই হোমস্টেগুলো কখনোই খুব উন্নত মানের হয় না .......স্থায়ী ঠিকানা নয় কিনা ......যারা খুব উৎসাহী তাঁরা বহু কষ্ট মেনে নিয়ে হাসিমুখে এতকাল জুলুকে রাত্রিবাস করে গ্যাছেন.....কিন্তু এটাও সত্যি ঐরকম মারাত্মক ঠান্ডা প্রকৃতি .......যেকোনো সময় তুষারপাতের ভ্রূকুটি .....তাতে যদি থাকার জায়গা ভালো না হয় তাহলে বয়স্কমানুষ বা ছোট বাচ্চাদের নিয়ে জুলুকে রাত্রিবাস রীতিমতো ভয়ের বিষয় ......কিন্তু সুখবর টা এবার দিয়েই দি .......হে পর্যটক বন্ধু আর চিন্তার কোনো কারণ নেই .....জুলুকের সেরা ঠিকানা .......প্রথম বিলাসবহুল  হোটেল  নিয়ে হাজির জুলুক বসেরা  রিট্রিট    ........কি নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ?.....আপনি ঠিক ই পড়ছেন জুলুকের ওই প্রতিকূল পরিবেশেও এবার ভালো থাকা আপনার হাতের মুঠোয় .........
 

from 1200.00 /night

Agamlok

Agamlok Basera Retreat( East Sikkim )

The Bassera Retreat is located in a small Sherpa village on the eastern part of Sikkim, serving as the gateway to the Old Silk Route. It is a recent addition to the charming Sikkimese villages, offering breathtaking views of the Singalila range, as well as the mountains of Bhutan and Tibet. This destination is truly a gem for travelers seeking natural beauty and tranquility. Guests can relish the picturesque views of the Zig-Zag way and Lungthu from the balcony of The Bassera Resort. In the evening, they can take a leisurely walk or hike to the sunset point and indulge in local organic bamboo drinks, campfires, and barbecues at Agamlok. Upon prior request, we can also arrange a local dance program for our guests' entertainment. For early risers, we recommend trekking to the Agamlok monastery in the morning. From the grounds of the monastery, visitors can explore Kanchenjungha, Tsomgo, and Lungthu.

কৃতজ্ঞতা স্বীকার -আনন্দবাজার পত্রিকা -১৮ চৈত্র ১৪২৪ সোমবার ২ এপ্রিল ২০১৮ সন্দীপন মজুমদার এর লেখনী থেকে -
নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে আসা রেশম পথের যাত্রীরা চলে আসুন আগমলোক-এ। জায়গাটি আপার লিংতামে। এখান থেকে সিঙ্গালিলা রেঞ্জ, ভুটান পাহাড় সমেত নীচের (লিংতাম অঞ্চলের) সবুজ উপত্যকার ছবি মুগ্ধ করবে। আগমলোক মনাস্ট্রিটি খুব একটা বড় নয়। কিন্তু চারপাশের পরিবেশ খুব সুন্দর। এখানকার সানরাইজ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, রাথং সমেত অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য অসাধারণ। আগমলোকে রাত্রিবাস করে, পরদিন সকালে সানরাইজ পয়েন্ট থেকে তুষারশৃঙ্গে রঙের খেলা দেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন সিল্করুট ভ্রমণে। লিংতামের উচ্চতা (৪৫০০ ফুট) বেশ কম বলে, রেশমপথে যাওয়ার আগের রাতটা আপার লিংতাম অর্থাৎ আগমলোক-এ কাটানোটাই শ্রেয়। খুব মারাত্মক উচ্চতার নয় (৭০০০ ফুট) যে উচ্চতাজনিত অসুবিধা হবে, চারপাশের প্রাকৃতিক দৃশ্যাবলীও সুন্দর, আবার অধিক উচ্চতায় যাওয়ার আগে শরীরকে একটু সইয়ে নেওয়াও যাবে। তা ছাড়া গিজার ও অন্যান্য অত্যাবশ্যকীয় সুবিধাসহ রাত্রিবাস আরামদায়ক হলে, পরদিন রেশমপথ সফর আনন্দদায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। 
 

from 1200.00 /night

Rolep

Rolep Basera Retreat( East Sikkim )

The Basera Retreat Rolep Homestay is situated in a remote Himalayan village in East Sikkim, adjacent to the Rolep River. This fast-flowing river is fed by the lakes of North Sikkim and is surrounded by verdant hilly scenery, making it a haven for birdwatchers. The Rolep Homestay is conveniently located near the renowned Rolep Hanging Bridge and Rolep River. The elegantly designed Rolep Homestay is particularly favored by tourists seeking a tranquil setting near the river to spend quality time with loved ones. Guests of the Rolep Homestay can enjoy breathtaking views of the Rolep stream from their windows or balconies, especially on clear full moon nights. All rooms are spacious and well-maintained, with attached western-style washrooms.

রংলি বাজার থেকে বামদিকের পথ ধরে চলা শুরু আবার একটু পরেই পরিবর্তিত হবে দৃশ্যপট .....উঁচু উঁচু পাহাড়ের সারি ........অতলস্পর্শী খাদ .......পাহাড়ের উপর গোপন কোটর থেকে ঝাঁপিয়ে পড়া ঝর্ণা দেখতে দেখতে আরো প্রায় ১৪ কিলোমিটার গিয়ে পৌঁছবো যে জায়গায় সেখানেও শুধু অবিশ্রান্ত জলরাশির বয়ে চলার তুমুল শব্দ ........গাড়ি থেকে নেমে পেরোতে হবে কিছু সিঁড়ি ......এরই ওই তো দেখা যাচ্ছে তাকে ......প্রচন্ড খরস্রোতা তরঙ্গরাশি আর জংলী পরিবেশ নিয়ে রোলেপ রানী আমাদের অপেক্ষায় .....নদীর পাড় বরাবর ছবির মতো কটেজ......মোট তিনটি  ঘর ....মেরেকেটে ১২ জনের থাকার জায়গা আছে ......আরে আরে আগেই পা বাড়ালেন যে জলের টানে ......কি আর করা যাবে এমনি তার দুর্নিবার আকর্ষণ ........বড় বড় পাথর .আর ঘাসের জঙ্গল পেরিয়ে নদীর পাশে পৌঁছলেই ....কি আশ্চর্য নদীর জলের এরকম রং ও হয় নাকি নীলাভ সবুজ ......মনে হয় কে যেন প্যালেটে রং নিয়ে খেলা করেছে......বড় বড় পাথরের ফাঁক দিয়ে দুর্দান্ত গতি তে ছুতে এসে খানিক যেন বিশ্রাম নিচ্ছে ক্ষনিকের তরে........একটা গোলাকার জলাধারের আকার সৃষ্টি হয়েছে ......আবার তারপর ছুট ছুট আর ছুট .......যেন পবিত্র জলরাশির কানে কানে কেউ বলে দিচ্ছে ......স্মরণ করিয়ে দিচ্ছে .......এখানে থেমো না .......যেতে হবে আরো দূর .......অনেক দূর ........সব মিলিয়ে রোলেপের এই নদীর পাড় যেন রুপোলি পর্দার নায়ক নায়িকাদের শুটিং ক্ষেত্র ......এখ্খুনি কোনো পাথরের উপর দাঁড়িয়ে কোনো নায়ক নায়িকা গান গেয়ে উঠবে ...."ইয়ে কাহান আ গয়ে হাম 
ইউনহি সাথ সাথ  চলতে"....আর একটা গোপন কথা বলি এই সুন্দরীর নীলাভ চোখ আর উচ্ছল শরীরী বিভঙ্গের দিকে তাকালে আমারো মনপ্রাণ গুনগুনিয়ে ওঠে "তারিফ করু ক্যা উনকি জিসনে তুমহে বানায়া".... সত্যি ঈশ্বর যেন মন ঢেলে বানিয়েছে এই জায়গা    সত্যি রোলেপ একদম সিনেমায় দেখা নয়নাভিরাম দৃশ্যপটের সাথে তুলনীয় .......আরে এতক্ষন তো শুধু জলের দিকে চোখ ছিল উপরের দিকে তাকাতেই আর এক চমক... কি আশ্চর্য ওই উঁচু পাহাড়ের মাথায় রুপোলি বরফের দেখা .........হবেই তো এই যদি আসছে মেমেঞ্চ লেক থেকে আর পিছনদিকে যেদিক টা দেখছেন অনেক উঁচুতে ওটা তো আসলে ছাঙ্গু নাথুলার দিক .......তাই শীত ঘেঁষা সময় হলে বরফ দেখতে পাওয়াই স্বাভাবিক .......তবে কনকনে ঠান্ডা হাওয়ায় বেশিক্ষন দাঁড়ানো মুশকিল ........রোলেপের আর এক আকর্ষণ একটি ঝুলন্ত সেতু .......পায়ে পায়ে ঘুরে আসুন ......চারপাশের সবুজের সমারোহ আর জলের জলতরঙ্গ এক অনবদ্য না ভুলতে পারা স্মৃতি হয়ে থেকে যাবে আপনার মনে .......আর যখন সন্ধে ঘনাবে গাঢ় অন্ধকার রহস্যময়তা আর অবিশ্রান্ত জলরাশির ছুটে চলার শব্দ আর সাথে হোমস্টের বারান্দায় বসে জমে উঠবে সান্ধ্যকালীন আড্ডা ......শুধু তন্ময়তা ......শুধু বিস্ময় .....হয়তো বা প্রকৃতির সাথে নীরব কথোপকথন বা গানে কবিতায় জমে ওঠা সন্ধ্যা .......আসলে এখানে এলে যে শিল্পীসত্তার স্ফুরণ ঘটবেই ঘটবেই ..... 
 

from 1200.00 /night

Chibo

Himalayan eagle resort

At Himalayan Eagle Homestay, we offer traditional large and spacious homestays to live in. The cottages are equipped with adequate facilities to meet your requirements.

from 1250.00 /night

Rishop

Pahar Ghar Rishop

Nestled in the Darjeeling Hills, Rishop is a scenic village offering breathtaking views of Kanchenjunga. This peaceful getaway, known for its pine forests and rhododendrons, attracts visitors seeking relaxation amidst nature.

from 1250.00 /night